• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
কচুয়ায় বিএনপি প্রার্থীর গাড়ীবহরে হামলা, আহত ১০

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

কচুয়ায় বিএনপি প্রার্থীর গাড়ীবহরে হামলা, আহত ১০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর-১ কচুয়ায় আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নির্বাচনী প্রচারণার সময় তার গাড়ীবহরে হামলা হয়েছে। হামলায় ৫টি গাড়ি ভাংচুর করে। এতে প্রার্থীসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার সাচার দক্ষিণ বাজারে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান বলেন, বিএনপি প্রার্থী মোহাম্মদ মোশাররফ দলীয় প্রতীক পাওয়ার আজ (বুধবার) সকালে বাড়ি আসেন। এরপর তিনি নিজ গ্রাম বারৈয়ারা তার  প্রয়াত বাবা ও গ্রামবাসীর কবর জিয়ারত শেষে স্থানীয় বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন। বিকালে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে উজানী মাদ্রাসা এলাকায় যাওয়ার পথে সাচার দক্ষিণ বাজারে পৌঁছলে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার গাড়ী বহরে হামলা-ভাংচুর করে এবং পরে ক্ষমতাসীনদের তোপের মুখে চাংপুর শিমুল তলীর মোড় থেকে নিজ বাড়ি ফিরে যান।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, বিএনপি নেতা মো. এমদাদুল হক মিয়াজী, মো. শাহজাহান মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদারসহ শত শত নেতাকর্মী মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads