• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
 এরশাদের পক্ষে প্রচারে যাননি রুহুল আমিন হাওলাদার 

এবিএম রুহুল আমিন হাওলাদার

সংগৃহীত ছবি

নির্বাচন

এরশাদের পক্ষে প্রচারে যাননি রুহুল আমিন হাওলাদার 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী প্রচারে যাননি দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং দলের চেয়ারম্যানের অবর্তমানে সাংগঠনিক দায়িত্বে থাকা এবিএম রুহুল আমিন হাওলাদার।  

গতকাল বুধবার রাজধানীর কড়াইল বস্তি থেকে ঢাকা-১৭ আসনে নির্বাচনী এলাকার প্রচারের ঘোষণা দিয়েছিলেন এবিএম রহুল আমিন হাওলাদার।  

বষয়টি মঙ্গলবার গণ্যমাধ্যমকর্মীদের জানানো হয়। কিন্তু তিনি প্রচারে অংশ নেননি। বিকাল ৩টায় কড়াইল বস্তি থেকে এ প্রচার শুরু হওয়ার কথা থাকলেও বিকাল ৪টার পরে প্রচার চালাতে আসেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের ঢাকা মহানগর সভাপতি এসএম ফয়সল চিশতী।  

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পার্টির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বে থাকা এবিএম রুহুল আমিন হাওলাদার নিজের মামলার কাজে ব্যস্ত রয়েছেন। এ কারণে তিনি আসতে পারেননি। চিকিৎসার কারণে এরশাদ বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন।  

নির্বাচনী প্রচারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ হচ্ছেন বাংলাদেশের রাজনীতির মহানায়ক। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সংস্কারে তার অবদান অক্ষয় হয়ে আছে। 

এ সময় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, গুলশান থানা জাতীয় পার্টির সভাপতি আবদুল আজিজ খান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দলীয় মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে দলের মহাসচিব পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে সেখানে দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার এক দিন আগে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। এরপর দলের চেয়ারম্যান তাকে তার বিশেষ সহকারীর দায়িত্ব দেন এবং পাশাপাশি তার অবর্তমানে দলের সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেন। তবে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads