• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বিএনপির নির্বাচনী অফিস দখলে নেয়ার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

মানচিত্রে সিলেট

সংগৃহীত ছবি

নির্বাচন

সুনামগঞ্জ-১ আসন

বিএনপির নির্বাচনী অফিস দখলে নেয়ার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনের ধর্মপাশায় বিএনপি নির্বাচনী কার্যালয় দখল করে নিল আ.লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় এলাকায় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় সাধারণ মানুষেরা আতংকের মধ্যে রয়েছেন । গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনোত্তর অনুষ্ঠিত কর্মী সমাবেশে আ.লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়।

জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলার সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়নের নির্বাচন পরিচালনা করার জন্য ওই ইউনিয়নের গোলকপুর বাজারে গত এক সপ্তাহ আগে থেকেই এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজির হোসেনের ধানের শীষ প্রতীকের জন্য তার একটি নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধন করেন। এরপর থেকে ওই কার্যালয় থেকেই ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই নির্বাচনী কার্যালয়ে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। আর এ কর্মী সমাবেশেকে সফল করতে গত ৩-৪ দিন আগে থেকেই এলাকায় ব্যাপক মাইকিংও করা হয় এবং ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজির হোসেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে ওই কার্যালয়ে বিএনপি পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ শুরু করার আগ মূহুর্তে ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে ৫০-৬০ নেতা-কর্মী বিএনপি কার্যালয়ে ঢুকে বিএনপির নেতা-কর্মীদের কার্যালয় থেকে বের করে দিয়ে ওই কার্যালয়ে সাঁঠানো ধানের শীষের পোষ্টারের উপরে আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের নৌকার পোষ্টার লাগিয়ে দেন এবং বিএনপি কার্যালয় থেকেই ক্যাসেটে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে থাকে। পরে বিএনপির নেতা-কর্মীরা বাধ্য হয়ে তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মিসভাটি স্থানীয় বিএনপি নেতা মূর্শেদ মিয়ার বাড়ির উঠানে বসে সম্পন্ন করেন। এ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন বিএনপির কার্যালয় দখলের কথা  অস্বীকার করে বলেন, আমাদের কিছু নেতা-কর্মী তাদের কার্যালয়ের সামনের দিকে মাইক ফিরিয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষে ক্যাসেটে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়েছিল। আর বিএনপি কার্যালয়ের সামনে নৌকার কিছু পোষ্টার লাগিয়েছিল। তবে বিষয়টি পরবর্তিতে সমাধান করা হয়েছে বলেও ওই যুবলীগ নেতা দাবী করেন।

বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজির হোসেন  বলেন, গোলকপুর বাজারে স্থানীয় আ.লীগ যে ঘটনাটি ঘটিয়েছে তা সত্যিই দুঃখজনক এবং এ ঘটনা বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রত্যন্ত হাওরাঞ্চলে বিএনপি আগে থেকেই শক্তিশালী এবং সুশৃংখল একটি দল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads