• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নাঙ্গলকোটে নৌকার প্রার্থীর গণসংযোগ

ছবি ক্যাপসন: বাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালের বক্ত্যব।

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

নাঙ্গলকোটে নৌকার প্রার্থীর গণসংযোগ

  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৮

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করে ভোট চাচ্ছেন নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটস কামাল) এমপি।

আজ শুক্রবার বিকেলে উপজেলার জোড্ডা পূর্ব ও পশ্চিম ইউপির ঘোড়াময়দান, মান্দ্রা বাজার, বাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইয়ারা গ্রাম, বাইয়ারা স্কুল মাঠ, পানকরা স্কুল মাঠ ও জোড্ডা বাজার স্কুল মাঠে এ নির্বাচনীয় প্রচারনা চালাচ্ছেন।

পথসভায় মন্ত্রী বলেন, ‘এ মাস, বিজয়ের মাস। ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশে স্বাধীন হয়েছে। তাই এই বিজয়ের মাসে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা ও আমাকে জয়যুক্ত করুন। আপনাদের সকল আশা পুরণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন (কালু), ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, বিশিষ্ট্য ব্যবসায়ী অ্যাডভোকেট সালাউদ্দিন, পৌর মেয়র আব্দুল মালেক, অধ্যাপক নুরুল্লাহ মজুমদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, চেয়ারম্যান আবু তাহের, মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads