• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
সালমান এফ রহমানের পক্ষে মাঠে ব্যবসায়ীরা

সালমান এফ রহমান

ছবি : সংগৃহীত

নির্বাচন

সালমান এফ রহমানের পক্ষে মাঠে ব্যবসায়ীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন ব্যবসায়ী নেতারা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক এই উপদেষ্টা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি দল গতকাল দোহারে যায়। সেখানে তারা বিভিন্ন পথসভাসহ দলভিত্তিক প্রচারণায় অংশ নেয়। এ সময় ব্যবসায়ী নেতারা ভোটারদের কাছে ভোট চেয়ে বলেন, সালমান এফ রহমান সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। প্রচারণায় এফবিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ বর্তমান কমিটির বেশ কয়েকজন পরিচালকও ছিলেন।

জানা গেছে, অরাজনৈতিক সংগঠন হলেও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতৃত্ব আওয়ামী লীগকে ফের দেশ পরিচালনায় আনতে উদ্যোগ নিয়েছে। এর নেতৃত্বে যারা রয়েছেন বর্তমানে তারা সরকারের সমর্থক। বর্তমান কমিটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এরই মধ্যে সরকারের সমর্থক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে আছেন শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। আরেক সহ-সভাপতি মুন্তাকিম আশরাফ। তার বাবা আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। একাদশ সংসদেও তিনি কুমিল্লার একটি আসন থকে নির্বাচন করছেন। এ ছাড়া পরিচালকদের অনেকেই একাদশ সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে মনোনয়ন নেন।

জানতে চাইলে হেলাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, সালমান এফ রহমান ব্যবসায়ী সমাজের অভিভাবক। তিনি এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে কেবল নয়, ব্যবসায়ী সমাজকে তিনি সব সময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই অগ্রজ ব্যবসায়ীর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমরা মাঠে নেমে তার পক্ষে ভোট চাইছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads