• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
যা খবর পাচ্ছি তা লজ্জার

ছবি : সংগৃহীত

নির্বাচন

ভোট দিয়ে ড. কামাল

যা খবর পাচ্ছি তা লজ্জার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে যেসব জালিয়াতির তথ্য জাতীয় ঐক্যফ্রন্টের কাছে এসেছে সেগুলো লিখিত আকারে নির্বাচন কমিশন ও সরকারকে দেওয়া হবে। গতকাল রোববার সকাল ৯টায় বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

সারা দেশে ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, যে খবর পেয়েছি তা দুঃখজনক, লজ্জাজনক। নিজের কেন্দ্রে পরিবেশ ভালো মন্তব্য করেন গণফোরাম সভাপতি। তিনি বলেন, মিনিটে মিনিটে টেলিফোন কল আসছে যে, ‘কামাল ভাই আমাদের এখানে রাতেই হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল। এগুলো আমার পকেটে ভর্তি।

তিনি বলেন, এভাবে ভোটকেন্দ্র দখল ও ভোট দিতে বাধা দেওয়া একাত্তরের শহীদ ও বঙ্গবন্ধুর সঙ্গে ‘বেঈমানি’। বঙ্গবন্ধু জীবন দিয়েছিলেন। তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেবও জীবন দিয়েছিলেন। আমাদের অসংখ্য পুলিশ মুক্তিযোদ্ধা হিসেবে জীবন দিয়েছিলেন, অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিলেন। এসবের বিষয়ে আইনানুগভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে।

বিএনপিকে সঙ্গে নিয়ে জোট করা এই নেতা বলেন, অনেকের ভোট দিতে না পারা এবং ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এগুলো বসে বসে লিখছি। আমরা দাবি করব, এসবের ওপর তদন্ত যাতে ঠিকমতো হয়। যারা মানুষের ভোটের অধিকার নিয়ে নিচ্ছে, এটা সবচেয়ে বড় অপরাধ। ভোটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে শহীদদের সঙ্গে বেঈমানি করা। এটা শহীদদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা।

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল বলেন, আমরা জয়ের ওপরে বিশ্বাস ও রাজনীতিও করি। দেশের মালিকানার সম্পর্কে আমি আশাবাদী।

ড. কামাল বলেন, লাখো শহীদের প্রাণের বিনিময় এই ভোটের অধিকার পেয়েছি। এটা সব সময় অনুভব করেছি। তাদের কথা স্মরণ করেছি যারা একাত্তরে জীবন দিয়েছিল। ভোটের মূল্য হলো দেশের মালিক। সেজন্য আমরা ভোট দিতে পেরেছি।

এর আগে বেইলি রোডের বাসা থেকে গাড়িতে চড়ে ভিকারুন্নিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন ড. কামাল হোসেন। স্কুলের তৃতীয় তলায় ৩০১ নম্বর কক্ষে ভোট দেন। ভোটের ব্যালট বাক্সে ফেলার পর বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads