• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
দুই মন্ত্রী তনয়ের ভোটযুদ্ধ , ফরিদ গাজীর তনয় জয়ী

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

হবিগঞ্জ-১

দুই মন্ত্রী তনয়ের ভোটযুদ্ধ , ফরিদ গাজীর তনয় জয়ী

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে ভোটযুদ্ধের মাঠে নেমেছিলেন আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রীর দুই তনয়। তারা হলেন- আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়া তনয় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার ও সাবেক মন্ত্রী বানিজ্যমন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী তনয় গাজী মোহাম্মদ দেওয়ান শাহনেয়াজ। শুধু দুই মন্ত্রীর তনয় নয় তাদের বাড়িও ছিল একই ইউনিয়নে।

আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রীর দুই তনয় দুই জোটের থেকে প্রার্থী হওয়ায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়া তনয় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া গণফোরামের মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক আর সাবেক মন্ত্রী বানিজ্যমন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী তনয় গাজী মোহাম্মদ দেওয়ান শাহনেয়াজ আওয়ামী মনোনীত নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছিলেন। ভোটযুদ্ধে সাবেক দুই মন্ত্রীর ইমেজই ছিল তাদের প্রধান ভরসা। পিতার ইমেজে রেজা কিবরিয়া এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে জয়ী হলেন সাবেক মন্ত্রী বানিজ্যমন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী তনয় গাজী মোহাম্মদ দেওয়ান শাহনেয়াজ। তবে রেজা কিবরিয়া অভিযোগ কেন্দ্র দখল করে তাকে পরাজিত করা হয়েছে।

ঘোষিত নিবার্চনী ফলাফলে দেখা যায়, সাবেক মন্ত্রী বানিজ্যমন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী তনয় গাজী মোহাম্মদ দেওয়ান শাহনেয়াজ ৭২ হাজার ৯৯১ ভোট বেশী পেয়ে নিবার্চিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১লক্ষ ৫৮হাজার ১৮৮ ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়া তনয় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫হাজার ১৯৭ ভোট।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গনফোরাম নেতা ড. রেজা কিবরিয়া অভিযোগ করেন যে, সকাল সাড়ে ১১টার পর থেকেই ১৭৬ টি কেন্দ্রের মধ্যে ১৫০টি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ। প্রশাসন, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সহায়তায় কেন্দ্রগুলো দখল হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন ২টি কেন্দ্রে দখল করার সময় ষ্ট্রাইকিং ফোর্স সামনে থাকলেও কোন ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads