• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ঝরা

নাসরিন সুলতানা ঝরা

সংগৃহীত ছবি

নির্বাচন

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ঝরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা (নারায়নগঞ্জ) আসনের ফরম জমা দিয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন ঝরা। লড়াই করে চলেছেন নারী, শিশু ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায়। 

ফরম জমা শেষে নাসরিন সুলতানা জানান,  ২০০১-২০০৬ সালে আমরা বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলার স্বীকার হলেও রাজপথ ছাড়িনি। ১/১১তে আমরা রাজপথে ছিলাম, হামলার স্বীকার হয়েছি, তবে আমাদের নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই রাখবেন। আমরা তার হয়ে কাজ করবো।

নাসরিন বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার মুক্তিযোদ্ধা বাবা স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর সংস্পর্শে রাজনীতি করেছেন। আমি বিশ্বমার্তৃত্বের অহংকার ও সোনার বাংলার রূপকার বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে স্থান পেয়েছি। নেত্রী যাকেই নির্বাচিত করুক আমি তার নের্তৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের সহযোদ্ধা হয়ে থাকতে চাই।

তিনি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদ পরে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩-৯৬ সালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল শাঁখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতির হাতেখড়ি নাসরিন সুলতানার। ১৯৯৭ সালে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের আহ্ববায়ক সদস্য, ৯৭-৯৯ সালে ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক, ৯৯-২০০১ সাংগঠনিক সম্পাদক, ২০০২-২০১২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৬-২০১২ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি। 

মনোনয়ন প্রাপ্তির জন্য সোনারগাঁবাসীর দোয়া কামনা করেছেন তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads