• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নির্বাচনের ‘অনিয়মের’ ওপর শ্বেতপত্র বের করবে বিএনপি : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

সংগৃহীত ছবি

নির্বাচন

নির্বাচনের ‘অনিয়মের’ ওপর শ্বেতপত্র বের করবে বিএনপি : মওদুদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়মের’ বিএনপি একটি শ্বেতপত্র বের করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্যকালে তিনি একথা জানান। নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, ‘নতুন সংসদের যে অধিবেশন বসেছে সেটি জনগণের প্রতিনিধিত্ব করে না। এটি জনগণের ভোটে গঠিত হয়নি। ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমরা একটি তথ্যভিত্তিক শ্বেতপত্র বের করব।’

তিনি বলেন, ‘শ্বেতপত্রে মানুষ দেখবে জনগণ কিভাবে নির্বাচনে তাদের ভোটাধিকার হারিয়েছে। এই নির্বাচনে ৫-৭ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছে। বাকি জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচন করেছে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেন, এই নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে সেটি দেখে আমরা হতবাক হয়েছি। আমরা কখনও এ ধরনের একটি নির্বাচন প্রত্যাশা করিনি।

 

তিনি বলেন, এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, শুধু তাই নয় অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন ও সুষ্ঠু নির্বাচন করার দাবি জানাচ্ছি।

মওদুদ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এ দেশের মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং একটি কার্যকর সংসদ বাংলাদেশ দেখতে পাবে। এজন্য দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের যেসব নেতা-কর্মী জেলে আছে, পালিয়ে আছে তাদের মুক্ত করতে হবে। তাহলে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে।’

 

তিনি বলেন, আমরা এই সরকারের পদত্যাগ দাবি করি। আগামী ছয় মাসের মধ্যে নতুন করে নির্বাচনের দাবি জানাই। আর এটার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads