• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
সংরক্ষিত মহিলা আসনে ভোট ৪ মার্চ

সংরক্ষিত মহিলা আসনে ভোট ৪ মার্চ

প্রতীকী ছবি

নির্বাচন

সংরক্ষিত মহিলা আসনে ভোট ৪ মার্চ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ভোটগ্রহণ ৪ মার্চ। গতকাল রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে ইসির ৪৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিবের তথ্যানুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ আগামী ৪ মার্চ।

নির্বাচন কমিশন সচিব বলেন, দলীয় ইশতেহার মেনে চলতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতেই হবে। তবে বিএনপি শপথ নেওয়ার পরে তারা সংরক্ষিত আসনে প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।

তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে এবার আওয়ামী লীগ পাচ্ছে ৪৩টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ১ জন করে প্রার্থী দিতে পারবেন সংরক্ষিত আসনের জন্য।

হেলালুদ্দীন আহমদ বলেন, আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। তারা কেবল দলীয় বা জোটের সদস্য হিসেবে পরিচিত হবে। এক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে জয়ী হয়। ভোট কারচুপির অভিযোগে নির্বাচনের ফল বয়কট করা জাতীয় ঐক্যফ্রন্ট শপথ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads