• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ভোট নিয়ে সন্তুষ্ট সিইসি

নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

ছবি : সংগৃহীত

নির্বাচন

ভোট নিয়ে সন্তুষ্ট সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

সদ্য অনুষ্ঠিত হওয়া দুই সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার জন্য বৈরী আবহাওয়া ও বিরোধী দল না থাকার কারণকেই চিহ্নিত করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবসের র‍্যালিতে অংশ নিয়ে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, কয়েকটি কারণে ভোটারের উপস্থিতি কম ছিল বলে মনে করছি। ঢাকা সিটির নির্বাচনের মেয়াদ খুব কম, এটা প্রথম কারণ ভোটার কম উপস্থিত হওয়ার। প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এটা দ্বিতীয় কারণ। আবহাওয়া খারাপ ছিল, তৃতীয় কারণ হলো এটা। এসব কারণে ভোটার উপস্থিত হয়নি।

ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘হ্যাঁ, সন্তুষ্ট।’ ভোটার উপস্থিতি কম থাকলেও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads