• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

নির্বাচন

জাপার জিএম কামরুলের প্রার্থিতা বাতিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০২০

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

তিনি জানান, জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ের  স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে শুরু হয় কাউন্সিলর প্রার্থীদের যাচাই-বাছাই। একই সময়ে রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে শুরু হয় ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। 

এ সিটিতে মেয়র পদে ৭ জন, ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads