• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সংঘাত এড়াতে চলবে সাঁড়াশি অভিযান

সংগৃহীত ছবি

নির্বাচন

সংঘাত এড়াতে চলবে সাঁড়াশি অভিযান

  • ইমরান আলী
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সাঁড়াশি অভিযান চালাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। দ্বিতীয় ধাপের নির্বাচনে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটের দিন সংঘাত এড়াতে আরো কঠোর অবস্থানে থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল শুক্রবার এ ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন গত বৃহস্পতিবার সারা দেশে উৎসবের আমেজ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘাতপূর্ণ হয়ে ওঠে। নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল আশানুরূপ। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তবে কয়েকটি ইউপিতে সহিংস ঘটনায় ভোটের উৎসব কিছুটা ম্লান করে দিয়েছে। পরস্পরবিরোধী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে নরসিংদীর রায়পুরায় ৩ জন, কুমিল্লার মেঘনায় ২ জন, কক্সবাজার সদরে ১ জন ও চট্টগ্রামের ফটিকছড়িতে ১ জন মারা যান। এছাড়াও সাতক্ষীরা, পাবনা, মাদারীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, নেত্রকোণা, শেরপুর, নারায়ণগঞ্জ, নড়াইল, জামালপুরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সবাই চান নিজ নিজ এলাকায় নিজের পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করতে। তাই প্রার্থীদের মধ্যে কে কাকে পেছনে ফেলে বিজয়ী হবেন এ নিয়ে শুরু হয় নানান কৌশল। আর এ কৌশল প্রয়োগ করতে গিয়েই পরস্পরবিরোধী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ও মারামারিতে লিপ্ত হওয়ায় হতাহতের ঘটনাও ঘটে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সংঘাতে লিপ্তদের ওপর লাঠিপেটা, গ্রেপ্তার ও কোথাও কোথাও গুলিবর্ষণও করতে হয়।

এদিকে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সারা দেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে গতকাল শুক্রবার প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সূত্র বলছে, তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। আগামী দু-একদিনের মধ্যেই এ অভিযান শুরু হবে। ইতিমধ্যে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যেন কোনো রূপ সংঘাতের পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়ে নজরদারি ও টহল জোরদারেরও নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ভোটের দিন যেন কোনো পক্ষ সংঘর্ষে জড়াতে না পারে তার জন্য তীক্ষ নজরদারির পাশপাপাশি কঠোর অবস্থানে থাকতে হবে।

গত বৃহস্পতিবারের নির্বাচনে সংঘর্ষ ও হতাহতের খবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তর থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, নির্বাচনের আগে পুলিশ সদরদপ্তরের নির্দেশনা জেলার পুলিশ সুপারদের জানিয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, নির্বাচন ঘিরে এলাকায় যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সদরদপ্তর থেকে একটি নির্দেশনা এসেছে । আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টা করছি।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনি এলাকাগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বলেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলার পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে যেন কোনো প্রকার সংঘর্ষ সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, এলাকায় অপরাধীদের গ্রেপ্তারেও অভিযান শুরু হচ্ছে। 

গত ১৪ অক্টোবর কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এছাড়াও ১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে।  এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। ভোটের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। শিক্ষকদেরও অনেকে ভোটের দায়িত্বে থাকেন।’

যে ১০০৭টি ইউপিতে নির্বাচন হবে : দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে নির্বাচন উপযোগী ইউপিগুলোতে ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করার কথা জানিয়েছে ইসি।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপি, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপিতে ভোট নেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতিমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads