• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সরিষাবাড়ীতে পরিত্যাক্ত স্কুল ঘরে ভোট কেন্দ্র, সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা 

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

সরিষাবাড়ীতে পরিত্যাক্ত স্কুল ঘরে ভোট কেন্দ্র, সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা 

  • মশিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর)
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে পরিত্যাক্ত জরাজীর্ণ স্কুল ঘরে ভোট কেন্দ্র করা হয়েছ। এতে করে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ ভোটার ও প্রার্থীরা। ভোটকেন্দ্রটি পরিবর্তনের দাবি জানিয়ে লিখিত আবেদন করছে ভোটারেরা।

এ উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপির চর সরিষাবাড়ী উত্তরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র করা হয়েছে ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসায়। কিন্তু এই প্রতিষ্ঠানটি কেবল নামেই। প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষা কার্যক্রম নেই। প্রতিষ্ঠানটিতে তিনটি টিনশেডের ঘর থাকলেও তার অবস্থা খুবই নাজুক। এসব ঘরে কেউ রেখেছেন জ্বালানি কাঠ, কেউ রেখেছেন গরুর খাবারের খড়। আবার কেউ রেখেছেন কৃষি যন্ত্রপাতি ও মালামাল। 

করোনা প্রকোপ শুরুর পর থেকে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। যার ফলে প্রতিষ্ঠানের কক্ষগুলোয় নেই কোনো দরজা-জানালা, চেয়ার-টেবিল, টয়লেট কিংবা পানির ব্যবস্থা।  তিনটি ঘরই ঝোপ-জঙ্গলে ঘেরা।  তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটকেন্দ্রটির পরিবর্তন চেয়ে লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, এই ভোটকেন্দ্রের বিষয়ে তাঁর কিছু জানা নেই। কেন্দ্রটি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads