• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

নির্বাচন

ইউপি নির্বাচন: নগদ টাকাসহ পোলিং এজেন্ট গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আখাউড়ার মনিউন উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে একজন পোলিং এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার কাছে দু’টি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা পাওয়া গেছে। এ ঘটনায় তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সকালে ভোটগ্রহণ শুরু হলে কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা পোলিং এজেন্ট হাবিবুল বাসার (৩৫)কে মোবাইল আছে কিনা জিজ্ঞেস করে। কর্তব্যরত কর্মকর্তাদের সাথে পোলিং এজেন্ট অশোভন আচরণ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার দেহ তল্লাশি করে। এসময় তার পকেটে দুটি মোবাইল ও ১৭ হাজার টাকার একটি একটি খাম পাওয়া যায়। খামের উপরে লেখা ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহাকারি প্রিজাইডিং অফিসারের নাম ও পদবি।

এ ঘটনায় কেন্দ্রে অবস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার সাইফুল ইসলাম এর আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া সহকারি প্রিজাইডিং অফিসার অলক কুমার চক্রবর্তীকেও সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads