• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ছেলের কাঁধে করে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী রুস্তম

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

ছেলের কাঁধে করে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী রুস্তম

  • কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

মো. রুস্তম মিয়া । বয়স ১শ ৫ ছুঁই ছুঁই। নিজে তেমন হাঁটতে পারেন না। অন্যের উপর নির্ভর করে তার হাটাচলা করতে হয়। রোববার সকাল ১১টায় ভোট দিতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বয়সের কারণে হাঁটতে না পাড়ায়  তাই তিনি তার ছেলে ও ভাতিজাকে নিয়ে ভোট দিতে আসেন।  কেন্দ্রে ভোট দিয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়াও।

তিনি বলেন, নির্বাচন আসলে অনেক সময়  পরিবেশ ভালো না থাকার কারণে ভোট দিতে পারতেন না। কিন্তু এই নির্বাচনে ভোটের পরিবেশ খুবই ভালো। ভোট দিতে কোন প্রকার অসুবিধে হয়নি। তিনি বলেন জানিনা আর কোন নির্বাচনে ভোট দিতে পারব কিনা না। যে বয়স হয়েছে মনে হয় এই নির্বাচনই আমার শেষ ভোট। তাই ভোট দিতে এলাম। তবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান।

রুস্তম মিয়ার বাড়ি কল্যাণপুর গ্রামে। তার ৫ ছেলে ৬ মেয়ে রয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন বয়স অনেক হয়েছে। এই বয়সে ভোট কেন্দ্রে আসতে খুবই কষ্ট হয়। কিন্তু এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কেন্দ্রে ভোট দিতে আসেন বলে জানায়। এবারের নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর যা অতীতে কখনও দেখা যায় না। খুবই কম সময়ের  মধ্যে ভোট দিতে পেরেছি।

রুস্তর মিয়ার ছেলে সাবেক আনসার সদস্য মো. সাইদুর রহমান বলেন, বার্ধক্যজনিত কারণে তার বাবা চোখে ঝাপসা দেখছেন। ঠিক মতো হাঁটা-চলা করতে না পাড়ায় অন্যের সহযোগিতা নিতে হয়। তবে নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা ছিল অনেক বেশী। সকাল থেকেই আমার জন্য তৈরী হয়ে আছে। তাই সময় করে হাতে ধরে ভোট দিকে কেন্দ্রে নিয়ে আসেন। তিনি আমাদের এলাকার সবচেয়ে বয়ষ্ক ব্যক্তি।

ভাতিজা মো. ইউসুফ মিয়া বলেন বাড়ির থেকে অনেক কষ্ট করে তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। অসুস্থ থাকায় লাইনে দাঁড় না করিয়ে আগেই তাকে ভোট দিতে দিয়েছে। নিজের পছন্দের প্রার্থীকে ভালোভাবেই তিনি ভোট দিছেন।

এদিকে চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকেই ভোটারদের পদচারণায় জমজমাট প্রতিটি ভোটকেন্দ্র। বিকাল ৪টা পযর্ন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, এ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়রম্যান পদে (স্বতন্ত্র) প্রতীক ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জন সহ ২৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট সংখ্যা হচ্ছে ৮৪ হাজার৪শত ৩৮টি। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ জন ও ৪১ হাজার ৪৩৮ জন নারী ভোটার রয়েছে। সেইসাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানায়।

এ নির্বাচনে ৪৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ২০৬ জন ও ৪১২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান  বলেন, কেন্দ্রগুলোতে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। এখন পযর্ন্ত  কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads