• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবির স্টিকার, জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবির স্টিকার, জরিমানা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২২

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেমের গাড়িতে ডিবি, পুলিশ ও বিজিবির স্টিকার থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও চালককে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয় ।

জানা যায়, বুধবার বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চারশ' গজের মধ্যে নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি, পুলিশ, বিজিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪শ গজের মধ্যে প্রবেশ  করেন। এসময় ডিবি পুলিশ প্রার্থী ও গাড়ি চালককে আটক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম জানান, ডিবি পুলিশ সদস্যরা আমাকে বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিই। তিনি তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন জানান,  ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রার্থীকে দশ হাজার টাকা জরিমানা এবং চালককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।

আটক গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। নৌকা প্রতীক প্রার্থী আবুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads