• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

নির্বাচন

৩য় বারের মতো মেম্বার হলেন হারুনুর রশিদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে ৩৭ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হলেন মো. হারুনুর রশিদ জমাদার। তিনি ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬নং ওয়ার্ডের দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল দুই হাজার ৭৬৪ জন। ভোট দিয়েছেন এক হাজার ২৩২ জন। ভোট বাতিল হয়েছে ১১০টি। এরমধ্যে হারুনুর রশিদ জমাদার (মোরগ প্রতীক) পেয়েছেন ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. আহাদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৭৭ ভোট।

বিজয়ী হওয়ার পরে মো. হারুনুর রশিদ জমাদার বলেন, 'আমি এর আগে দুইবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আমার ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলাম। তাদের ভালোবাসায় এবারও জয়লাভ করেছি।জনগণ সব সময় আমাকে পাশে পাবে।'

তবে বিজয়ী প্রার্থী অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. আহাদের পক্ষে প্রথমে জয়ের ঘোষণা দিয়েছিলেন কর্মকর্তারা। পরে সন্দেহ হলে পুনরায় ভোট গণনা করা হলে ১০০ ভোটের গড়মিল পাওয়া যায়। এ নিয়ে দীর্ঘসময় ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

উক্ত কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হারুনুর রশীদ বলেন, 'প্রথমে ভোট গণনায় কিছু সমস্যার কারণে পুনরায় কয়েকবার গণনা শেষে আমরা ফলাফল ঘোষণা করতে সমর্থ হয়েছি। শেষপর্যন্ত বেসরকারিভাবে ৩১ ভোটের ব্যবধানে মোরগ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ জমাদারকে জয়ী ঘোষণা করা হয়েছে।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads