• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে আট ইউপি’র পাঁচটিতেই স্বতন্ত্রের জয়

সংগৃহীত ছবি

নির্বাচন

মির্জাপুরে আট ইউপি’র পাঁচটিতেই স্বতন্ত্রের জয়

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ৫ম ধাপে ৮ ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে বানাইল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই মেম্বার প্রার্থীর সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

এছাড়া অভিযোগ উঠেছে, আনাইতারা ইউনিয়নের চৌবাড়িয়া কেন্দ্রের বাইরে আ.লীগ মনোনীত প্রার্থী মীর শরীফ হোসেনের এক কর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের মো. বাবুল হোসেন বকশী চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে।

নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, মহেড়া ইউনিয়নে নৌকা প্রতীকের বিভাস সরকার, জামুর্কী ইউনিয়নে আনারস প্রতীকের (স্বতন্ত্র) ডি.এ মতিন, বানাইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে (স্বতন্ত্র) আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, আনাইতারা ইউনিয়নে আনারস প্রতীকে (স্বতন্ত্র) আ.লীগের বিদ্রোহী আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, ভাতগ্রাম ইউনিয়নে আনারস প্রতীকে (স্বতন্ত্র) আজহারুল ইসলাম, উয়ার্শী ইউনিয়নে নৌকা প্রতীকে মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈল ইউনিয়নে চশমা প্রতীকে (স্বতন্ত্র) হেলাল দেওয়ান ও গোড়াই ইউনিয়নে নৌকা প্রতীকে হুমায়ুন কবীর।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা আইন শৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads