• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ইসি’র আদেশে মির্জাপুর থানার ওসি রিজাউল প্রত্যাহার

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

ইসি’র আদেশে মির্জাপুর থানার ওসি রিজাউল প্রত্যাহার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২২

নির্বাচন কমিশনের অফিস নির্দেশনায় টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের দুইদিন আগে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রিজাউল হককে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এই কর্মকর্তা।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বাংলাদেশের খবরকে জানান, ওসি রিজাউল হককে প্রত্যাহারের পর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছ। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদকে নতুন দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ময়মনসিংহ অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী জানান, প্রশাসনিক কারণে ওসি রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads