• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি, টাঙ্গাইল-৭ ও পাঁচ পৌরসভার ভোট শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপ-নির্বাচন ও পাঁচটি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে। নাসিক নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সবার সহযোগিতা চান রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি বলেন, 'ভোটারদের গোপনীয়তা রক্ষার স্বার্থে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকবে। এছাড়া আর কোন কেন্দ্রে ইভিএমে কোনো জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে ৪৮ জন টেকনিশিয়ান রয়েছেন তারা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং সমস্যার সমাধান করবেন। একটি সুষ্ঠু আইনানুগ নির্বাচন যেন সম্পন্ন হয় সেজন্য আইনি দায়িত্বে যারা যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাই।'

১৯২টি ভোটকেন্দ্রে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন পুলিশ, বিজিবি ও র‌্যাবের সদস্যরা। এছাড়াও বহিরাগত আজ নারায়ণগঞ্জে ঢুকতে দেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভোটকেন্দ্রে বা পাড়া-মহল্লায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী লড়ছেন। তারা হলেন- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী (হাতী) হিসেবে বিএনপি নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার ছাড়াও এ পদে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীমউদ্দীন (বটগাছ) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু (ঘোড়া)।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিসিলর নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।

এদিকে টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য ঘোষিত টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের খান আহমেদ শুভ, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহিরসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি)।

টাঙ্গাইল-৭ আসনে মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছেন ১৬ জনের ফোর্স। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও আনসারের ১৮ জনের ফোর্স।

অন্যদিকে, পাঁচ পৌরসভা হলো- যশোরের ঝিকরগাছা, নোয়াখালী সদর, চট্টগ্রামের বাঁশখালী, নাটোরের বাগাতিপাড়া ও নাটোর সদর। মামলা জটিলতায় ২১ বছর পর ঝিকরগাছা ও ১৫ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। 

মামলা জটিলতায় আটকে থাকা যশোরের ঝিকরগাছা পৌরসভায় মেয়র প্রার্থী ৬ জন, কাউন্সিলর ৬৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোর পৌরসভায় ৬ মেয়র প্রার্থী, কাউন্সিলর পদে ৬৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৫ বছর ধরে মামলার কারণে আটকে থাকা বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নোয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকে বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সামছুল ইসলাম মজনু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads