• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সম্পাদকীয়

সুপ্রভাত বাংলাদেশ

  • প্রকাশিত ২৪ মে ২০২১

মাঝে মাঝে মনে হয়, একটি প্রতীকী দিন থাকলে বছরজুড়ে নারী বিষয়টি নানা দিক থেকে গুরুত্ব পাবে। সঙ্গত কারণেই দ্বিধা কাটে না। কারণ বছরজুড়ে নারী-বিষয় তেমন গুরুত্ব পায় না। পেলে পারিবারিক নির্যাতন হতো না, ফতোয়া বন্ধ হতো, ইভটিজিং একটি আতঙ্কিত বিষয় হয়ে দাঁড়াত না। ফলে সামাজিক মূল্যবোধের জায়গাটি শিথিল হয়ে যায়। তারপরও আশাবাদের জায়গা আছে, যখন দেখি বিশ্ববিদ্যালয় পর্যায়ে জেন্ডার ও ক্ষমতায়ন বিষয় শিক্ষার্থীদের শেখানো হয়; যারা ভবিষ্যতে জায়গা দুটি নির্মাণ করবে। কমবে নারীকে অবমূল্যায়নের দৃষ্টিভঙ্গি। বর্তমানে বিশ্বজুড়ে জেন্ডার প্রত্যয়টি একটি উন্নয়ন ইস্যু। প্রমাণিত হয়েছে, নারী-পুরুষের সমান অংশীদারিত্ব ছাড়া টেকসই উন্নয়ন করা কঠিন। কারণ নারী-পুরুষের জেন্ডার ভূমিকা নির্ধারিত হয় সামাজিক-সাংস্কৃতিক আলোকে। সেক্স নারী-পুরুষের লিঙ্গ নির্ধারণ করে। আর জেন্ডার নারী-পুরুষের সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নির্ধারণ করে। তাই সমাজের অর্ধেক জনশক্তি নারীকে পাশ কাটিয়ে উন্নয়ন ধারণা নির্ণয় করা যে সঠিক নয় তা গবেষণা এবং বাস্তব ভূমিকায় উঠে এসেছে। মূলত ১৯৪৮ সালে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার পরে নারী-পুরুষের সমান অধিকার স্বীকৃতি পায়।

নারীর ক্ষমতায়নকে তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন—অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন ও রাজনৈতিক ক্ষমতায়ন। অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে বোঝায় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নারীর পূর্ণ অংশগ্রহণ। এর পূর্ণ ব্যাখ্যায় বলা যায়-সিদ্ধান্ত গ্রহণে, বাস্তবায়নে, অভিগম্যতায়, নিয়ন্ত্রণে এবং সমতার ভিত্তিতে সুফল ভোগে নারীর পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া। সামাজিক ক্ষমতায়ন বলতে নারীর অধিকার ভোগের বিষয়টি প্রথমে আসে। সমাজে নারী কী ধরনের ভূমিকা পালন করতে পারে এবং ভূমিকা পালনে তার ক্ষমতার চর্চা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়টি বোঝায়। আর রাজনৈতিক ক্ষমতায়ন হলো রাজনীতিচর্চায় নারীর পূর্ণ অংশগ্রহণ। ভোট প্রদান, নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দলে সমতার জায়গা অর্জন কতটুকু নিশ্চিত তা বোঝায়।

বর্তমানে শিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে নারীর অগ্রগতি চোখে পড়ার মতো। পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবক্ষেত্রে। সমাজ বুঝেছে নারীকে বাদ দিয়ে জীবনমান উন্নয়নের কথা বলা বৃথা। এখন আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংকল্পবদ্ধ। তাই নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এর আওতায় এনে আধুনিক প্রযুক্তিকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাইছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads