• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সম্পাদকীয়

বিশেষ সম্পাদকীয়

কঠিন সত্যের মুখেও আমরা নির্ভীক

  • আজিজুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০২১

John Keats-এর কথা আমাদের চিত্তকে আলোড়িত করে-Beauty is Truth; Truth Beauty। সুন্দরই সত্য আর সত্যই সুন্দর। কিটসের এই নান্দনিক উক্তি আমাদের হূদয়ে সুরের মূর্ছনা এনে দেয় বটে, তবে আমাদের সাংবাদিকদের প্রাত্যহিক জীবনে যে সত্যের মুখোমুখি হতে হয়, সে সত্যের কথা বলে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ—সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম। সাংবাদিকদের হতে হয় সেই কঠিন-কঠোর সত্যের পূজারি। এই সত্যকে তুলে ধরতে গেলে শঙ্কা থাকে জীবনপ্রদীপ নিভে যাওয়ার; এমন সত্য প্রকাশ করতে গেলে পথচলা হয়ে ওঠে কণ্টকাকীর্ণ, শ্বাপদসংকুল। আমরা বলতে চাচ্ছি সেই সত্যের কথা, যা খুঁজতে গেলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না-ফেরার দেশে।

এখানে প্রশ্ন উঠতে পারে, সত্য কি আমাদের সমাজে কোনো দুর্লভ বস্তু? একজন রিপোর্টার চাইলেই কি সত্য ছিনিয়ে আনতে পারবেন? আমাদের প্রিয় মরমি কবি আসাদ চৌধুরী প্রশ্ন করেছেন—

‘কোথায় গেলেন সত্য?

কবিতায় নেই সংগীতে নেই

রমণীর চারুভঙ্গিতে নেই...

শাসনেও নেই

ভাষণেও নেই

বেতনেও নেই বোনাসেও নেই-

এমনকি কালোবাজারিতেও নেই—

তবে সত্য পালাল কোথায়? আমাদের প্রিয় অগ্রজ লোকান্তরিত সাংবাদিক, কলামিস্ট ও একদা পাঠকনন্দিত দৈনিক বাংলার সম্পাদক আহমেদ হুমায়ূন তার ‘নগর-দর্পণ’ নামক সাপ্তাহিক কলামে লিখেছিলেন, ‘সত্য আজ ফেরারি বসন্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে।’ আরো একধাপ এগিয়ে এসে আমাদের সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমদ (ফয়েজ ভাই) লিখে দিয়েছেন, ‘সত্যবাবু মারা গেছেন।’

প্রিয় আসাদ চৌধুরী, হুমায়ূন ভাই ও ফয়েজ ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই আকাশচুম্বী অহংকার ও আত্মবিশ্বাসের সাথেই আমরা বলতে চাই-সত্য মারা যায়নি, সত্য ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে না কিংবা কালোবাজারি থেকেও সত্য উধাও হয়ে গেছে তাও ঠিক নয়। সত্য বেঁচে আছে আমাদের ব্যক্তিজীবনে; সত্য বিরাজ করছে আমাদের সমাজজীবনে; সত্য লুকিয়ে আছে আমাদের জাতীয় জীবনে। শুধু এখন প্রশ্ন, এই সত্যকে বের করে আনা। এখানে সাংবাদিকদের হতে হবে অকুতোভয়, লড়াকু ও প্রয়োজনে নিজ জীবন বিপন্ন করার সর্বাত্মক প্রস্তুতি নেওয়া। মনে রাখতে হবে, Cowards die many times; but heroes once. তাই প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে হলেও সত্যের সন্ধানে সদাজাগ্রত থাকতে হবে। সত্য উদ্ঘাটন করতে গিয়ে সাংবাদিকরা মৃত্যুবরণ করেছেন, গুপ্তহত্যার শিকার হয়েছেন, চিরদিনের মতো নিখোঁজ হয়েছেন-এমন দৃষ্টান্ত বিশ্বজুড়ে বিরল ঘটনা নয়।

আমরা আমাদের সত্যানুসন্ধানে হব দৃপ্ত পদযাত্রার সূর্যসৈনিক। জীবন বাজি রেখে সত্যকে খুঁজে বের করে সোনার শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। প্রয়োজনে কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়েও আমরা থাকব নির্ভীক। শরতের কাশফুলের শুভ্রতা আর শিশিরভেজা শেফালি ফুলের সৌরভে আমোদিত সকালবেলা আমরা আমাদের প্রিয় পাঠকের কাছে পৌঁছে দেব কঠিন-কঠোর সত্যভরা ঝকঝকে তকতকে আমাদের বাংলাদেশের খবর পত্রিকাটি। দেশের খবর নিয়ে দশের খবর নিয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads