• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

ছবি : ইন্টারনেট

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাড়াল ১০১

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন এলেও এক সপ্তাহের ব্যবধানে সরকার নতুন আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। এতে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০১টি।

রাজশাহী ও বান্দরবানে যথাক্রমে ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ এবং  ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’ নামে বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয়  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন বান্দরবান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।অন্যদিকে শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন সিঙ্গাপুর প্রবাসী বি এম শামসুল হক।

বিশ্ববিদ্যালয় দুটিকে ২৩টি করে শর্তে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকা; বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১ কিন্তু কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল খুলনায় খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয় সরকার।তবে নতুন করে অনুমোদন পাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

স্থায়ী ক্যাম্পাসে যেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। ১১টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে সম্প্রতি সরকারের কাছে নতুন করে সময় চেয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads