• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ফল চ্যালেঞ্জ করে পাস করল চট্টগ্রামের ৫১ শিক্ষার্থী

পুনঃনিরীক্ষণের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে পাস করেছে ৫১ শিক্ষার্থী

ছবি সংরক্ষিত

শিক্ষা

ফল চ্যালেঞ্জ করে পাস করল চট্টগ্রামের ৫১ শিক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে পাস করেছে ৫১ শিক্ষার্থী।

আর ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ এর তালিকায় উঠেছেন ৪৮ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে মোট ৪৫০ জনের। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তাওয়ারিত আলম জানান, এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবছর ২৩ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এজন্য ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনরায় নিরীক্ষণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অনুত্তীর্ণ আসলেও পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৫১ জন পরীক্ষার্থী।

গত ৬ মে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।  আর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads