• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
বাড়ছে উপস্থিতি ও অসুস্থ শিক্ষকের সংখ্যা চতুর্থ দিন অসুস্থ ৯০ জন

চিকিৎসার জন্য নেওয়অ হচ্ছে অসুস্থ এক শিক্ষককে

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

এমপিও দাবিতে আমরণ অনশন

বাড়ছে উপস্থিতি ও অসুস্থ শিক্ষকের সংখ্যা চতুর্থ দিন অসুস্থ ৯০ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৮

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে চলমান ‘আমরণ অনশন কর্মসূচি’তে শিক্ষকদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাও বাড়ছে। আন্দোলনরতদের সংগঠন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জানিয়েছে, অনশনের চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবার অন্তত ৯০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। সংগঠনটির নেতারা জানিয়েছেন, রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালনের পাশাপাশি সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গেও আলোচনা চলছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

তারা জানান, তীব্র গরম ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়ায় খোলা আকাশের নিচে না খেয়ে অবস্থান নিয়ে চার দিন অনশন কর্মসূচি পালন করতে গিয়ে নারী ও বয়স্ক শিক্ষকরা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়া অন্তত ৫০ জনকে গতকাল ‌স্যালাইন দেওয়া হ‌য়ে‌ছে; অবস্থা নাজুক হওয়ায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাবি পূরণে সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

সংগঠনটির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন জানান, গতকালও অনশনে অসুস্থ হয়ে পড়েন ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়। তিনি বলেন, এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের মধ্যে ১১ জনের অবস্থা বেশি নাজুক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভর্তি করা হয়েছে ছয়জনকে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মসূচিস্থলে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল দেশের বিভিন্ন এলাকা থেকে ‘সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন’ লেখা টি-শার্ট গায়ে ও ‘এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন’ লেখা ফিতা মাথায় বেঁধে সহস্রাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। এ বিষয়ে জানতে চাইলে ফেডারেশন সভাপতি মাহমুদুন্নবী বাংলাদেশের খবরকে বলেন, আমাদের দাবি ন্যায্য দাবি। এখানে সারা দেশ থেকে শিক্ষকরা আসছেন, আরো আসবেন। 

ফেডারেশনের এক নেতা বলেন, সারা দেশে প্রায় ৮০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তবুও এমপিওভুক্তির আশায় শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে শিক্ষক-কর্মচারীরা আনন্দে আত্মহারা হয়ে ক্লাসে ফিরে যান। বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও প্রস্তাবিত বাজেটে তা উল্লেখ না করে আমাদের গভীর অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ১০ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৫ জুন সোমবার থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads