• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কুবিতে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

কুবিতে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে ধীরেন্দ্রনাথ দত্ত হলের নব নিযুক্ত প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আশা প্রকাশ করে বলেন, আমরা এতদিন অপেক্ষায় ছিলাম কিন্তু এখন আমাদের মেগা প্রজেক্ট হাতে আছে, টাকা আসার সাথে সাথেই আমরা কাজ শুরু করব।

আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার পাশাপাশি সমাধানের বিষয়ে মত প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দীন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিদায়ী প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক জনাব ফিরোজ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পাঁচটি ইভেন্ট ব্যাডমিন্টন, কার্ড, কেরাম, দাবা এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads