• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান

ফাইল ছবি

শিক্ষা

ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে : উপাচার্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. আক্তারুজ্জামান। আজ সোমবার তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ঢাবি উপাচার্য আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে একটি উৎসবমুখর পরিবেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেছে, তার ভূয়সী প্রশংসা করি। যতগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করলাম, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’

এদিকে কারচুপির অভিযোগ এনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল ডাকসু নির্বাচন বর্জন করেছে।

বিভিন্ন প্যানেলের সদস্যরা পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads