• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
ক্যাডেট কলেজগুলো থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯৪ জন

ছবি : সংগৃহীত

শিক্ষা

ক্যাডেট কলেজগুলো থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৯৪ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৯

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাসের হার শতভাগ। দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৬১২ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯৪ জন। গতকাল সারা দেশে একযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

দেশে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

ফল পর্যালোচনা করে দেখা গেছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে অংশ নেয় ৫২ শিক্ষার্থী। সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জনের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৪৮। এখান থেকে এবার ৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সিলেট, রংপুর, বরিশাল, পাবনা, ফেনী গার্লস এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে যেসব শিক্ষার্থী অংশ নেয় তারা সবাই শতভাগ পাস ও জিপিএ-৫ পেয়েছে। সিলেট থেকে ৫১, রংপুর থেকে ৫৩, বরিশাল থেকে ৪৯, পাবনা থেকে ৪৯, ফেনী থেকে ৬০ এবং জয়পুরহাট থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট থেকে ৫০ পরীক্ষার্থীর ৪১ জন জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা ক্যাডেট থেকে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষার্থী ছিল ৪৯ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ক্যাডেট কলেজগুলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads