• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
জাকসু নির্বাচনের কমিশন গঠনের ঘোষণা জাবি উপাচার্যের

জাকসু

ফাইল ছবি

শিক্ষা

জাকসু নির্বাচনের কমিশন গঠনের ঘোষণা জাবি উপাচার্যের

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

চলতি সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আজ বুধবার ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই কথা জানান।

উপাচার্য  বলেন, কমিশন গঠনের কাজ চলছে। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। সেটা যখন দিতে পেরেছি, জাকসুও দেব। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে।

এদিকে, মঙ্গলবার (২৩ জুলাই) জাকসু নির্বাচন প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক ড. আকবার হোসেন, অধ্যাপক ড. সোহেল আহমেদ, আয়শা সিদ্দিকা, আনিছা পারভীন, আ স ম ফিরোজ-উল-হাসান, মাহমুদুর রহমান এবং সদস্য সচিব আবদুস সালাম মিঞা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ২৫ জুলাই বেলা ২টায় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads