• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জাবির 'এ' ও 'এইচ' ইউনিটের ফল প্রকাশ

ফাইল ছবি

শিক্ষা

জাবির 'এ' ও 'এইচ' ইউনিটের ফল প্রকাশ

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৯-২০ সেশনের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ (এ ইউনিট) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ ইউনিট) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান।

আবু হাসান জানান, এ বছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ৪১০ টি আসনের বিপরীতে মোট ৬২ হাজার ৭৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ৯টি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (এইচ ইউনিট) ৫৬ টি আসনের বিপরীতে ১৭ হাজার ১৮০ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাস মার্কস পান ৭ হাজার ৩১৪ জন শিক্ষার্থী। ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার মোট ৪৩ শতাংশ।

পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয় বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য, সূচি এবং ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ju-admission.org  এবং রেজাল্ট পাওয়া যাবে  https://ju-admission.org/ apply/result

এ ইউনিটের রেজাল্টের পিডিএফ- ছেলে-

https://ju-admission.org/ assets/download/result/A% 20Unit%20Male%20Result%202019- 20.pdf

মেয়ে- 

https://ju-admission.org/ assets/download/result/A% 20Unit%20Female%20Result% 202019-20.pdf

এইচ ইউনিটের রেজাল্টের পিডিএফ- ছেলে-

https://ju-admission.org/ assets/download/result/H% 20Unit%20Male%20Result%202019- 20.pdf

মেয়ে-

https://ju-admission.org/ assets/download/result/H% 20Unit%20Female%20Result% 202019-20.pdf 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads