• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল

প্রতীকী ছবি

শিক্ষা

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২০

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। গতকাল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণে এই পরীক্ষাও দুই দিন পেছানো হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে। আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী। এ বছর নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন। বিশেষ পরীক্ষার্থী (১-৪ বিষয়ে) দুই লাখ ৮২ হাজার ৫৯৮ জন। 

এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে। ২০১৯ সালে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এ হিসাবে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads