• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২০

শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। আজ প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। গত, ১লা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩রা ফেব্রুয়ারি করা হয়।

এ বছর সারা দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে ৩৪২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন। ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষায় বসবেন। এর মধ্যে ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী।

দাখিলে এবার ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন পরীক্ষায় অংশ নেবে।এ বছর ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন নিয়মিত পরীক্ষার্থীর সঙ্গে ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন অনিয়মিত এবং ২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন বিশেষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। আর ২৯শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ১লা মার্চ পর্যন্ত চলবে। ৮ই মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। ২৯শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

এবার এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২টি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১৫ টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads