• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ভর্তি কমিটি।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

বিশেষ সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২১ মে 'ক' ইউনিট, ২২ মে 'খ' ইউনিট, ২৭ মে 'গ' ইউনিট, ২৮ মে 'ঘ' ইউনিট এবং জুন মাসের ৫ তারিখ 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি ফরম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ বিকেল ৪টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। আর টাকা জমাদানের শেষ তারিখ ১লা এপ্রিল এবং প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ১লা মে।

করোনা মহামারি কারণে এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনি (এমসিকিউ) ৬০ নম্বর প্রশ্নের জন্য ৪৫ মিনিট এবং লিখিত ৪০ নম্বর প্রশ্নের জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ১০ করে ২০ নম্বর।

করোনা মহামারিতে সৃষ্ট সংকটে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেন্দ্র স্থাপন করে নেয়া হবে।

২০২০-২১ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা- 'ক' ইউনিটে জিপিএ ৮ দশমিক ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩  দশমিক ৫ জিপিএ থাকতে হবে। 'খ' 'গ' 'ঘ' এবং 'চ' ইউনিটে জিপিএ ৮ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে, এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ হতে হবে ৩।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় ২১ মে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads