• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

ইউরোপ

ফ্রান্সে সহিংসতার মুখে জ্বালানি কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল হচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

আন্দোলনকারীদের প্রতিবাদের মুখে জ্বালানি তেলের ওপর বাড়তি করারোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে ফ্রান্সের সরকার। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, সরকারদলীয় এমপিদের সাথে বৈঠকের পর স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ মূল্যবৃদ্ধি স্থগিতের ঘোষণা দেবেন। টানা তিন সপ্তাহের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে তিনজন নিহত ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি পরিবেশ সংরক্ষণের কথা বলে ডিজেল ও পেট্রোলের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেছিল সরকার। এ সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যায়। ট্যাক্সিচালকদের পরিহিত ইয়েলো ভেস্ট পরে রাস্তায় নামে প্রতিবাদকারীরা। ফ্রান্সের আইন অনুযায়ী গাড়িতে ইয়েলো ভেস্ট রাখা বাধ্যতামূলক।

গত মাসের মাঝামাঝিতে শুরু হওয়া এ প্রতিবাদে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ আন্দোলনে তিনজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক। ভাঙচুর ও লুটতরাজের ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। শুধু জ্বালানি নিয়ে থেমে থাকেনি এ আন্দোলন। কোনো অনুষ্ঠানিক নেতৃত্ব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় এ আন্দোলন ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ‘ইয়েলো ভেস্ট’ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মঞ্চ হয়ে ওঠে। গ্রামাঞ্চলের অনুন্নয়ন, জীবনযাত্রার বাড়তি ব্যয় ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ পেয়েছে এ আন্দোলনের মধ্য দিয়ে। পুলিশ দিয়েও মুখোশ ও হলুদ জ্যাকেট পরিহিত আন্দোলনকারীদের দমানো যায়নি। আন্দোলনের কারণে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads