• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ফ্রান্সের সব রেস্তোরাঁ-সিনেমা হল-ক্লাব বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি

ইউরোপ

করোনা আতঙ্ক

ফ্রান্সের সব রেস্তোরাঁ-সিনেমা হল-ক্লাব বন্ধ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

করোনার বিস্তার ঠেকাতে ফ্রান্সের সব রেস্তোঁরা, সিনেমা হল, ক্লাব বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

শনিবার (১৪ই মার্চ) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ।

এসময় তিনি বলেন, ফ্রান্সের সব রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল ও ক্লাব শনিবার রাত থেকে বন্ধ রাখা হবে। সেই সঙ্গে যেখানে জনগণের যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ অপ্রয়োজনীয় স্থানগুলো বন্ধ রাখতে হবে।

তিনি আরো বলেন, বাজার, খাবারের দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন, ব্যাংক, সংবাদপত্র ও সিগারেটের দোকান খোলা থাকবে। ধর্মীয় উপাসনালয়গুলোও চালু থাকবে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ স্থগিত রাখতে হবে।

প্রসঙ্গত, ফ্রান্সে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯১ জন মারা গেছেন।

অন্যদিকে, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ১৫৩ টি দেশের ১ লাখ ৫৬ হাজার ৫৩৩ জন আক্রান্ত হয়েছে। আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৫ জনে। শনিবার মৃত্যু হয় ৪০৬ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯২২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads