• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
করোনার সঙ্গে যুদ্ধে ফ্রান্স!

ছবি : সংগৃহীত

ইউরোপ

করোনার সঙ্গে যুদ্ধে ফ্রান্স!

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

বিশ্বব্যাপী মহামারী ‘করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধরত’ ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ফ্রান্স। করোনাভাইরাসের কারণে ফ্রান্সে জরুরি অবস্থা জারি করে এমন বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা কার্যকর হবে বলে সংবাদ প্রকাশ করেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে ফ্রান্সে করোনাভাইরাস মহামারি রূপ ধারণ করেছে। এতে আমাদের স্বাস্থ্য খাতে বিপর্যয় দেখা দিয়েছে। আমরা এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে রয়েছি এবং এজন্য আমাদের সাধারণ সংহতি প্রয়োজন।’

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে নাগরিকদের চলাচল আরও সীমিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর থেকে আগামী ১৫ দিনের জন্য চিকিৎসাসেবা ও খাদ্য সংগ্রহ ছাড়া বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে। কেউ যদি এই আইন অমান্য করে তবে দেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সাত নম্বরে রয়েছে ফ্রান্স। আর তালিকার শীর্ষে থাকা চীনে এই মহামারীর প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। ফ্রান্সে মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এ প্রকাশিত তথ্য মতে, আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭ হাজার ১৭৪ জন যার অধিকাংশই চীনের নাগরিক। এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭২৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads