• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
করোনায় বন্ধ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত

ছবি : সংগৃহীত

ইউরোপ

করোনায় বন্ধ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২০

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস আতঙ্কে আগামী ৩০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত। ২৬ টি দেশ সহ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য , লিচটেনস্টাইনেও এ নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। খবর বিবিসির।

ইতালি, স্পেন , ফ্রান্সে লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইইউ-এর সদস্য দেশগুলোর নাগরিক, তাদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও পণ্য সরবরাহকারীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

বিদেশে বসবাসরত ইউরোপীয় নাগরিক ও সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশাধিকার পাবেন। তবে বিশেষ পরিস্থিতি ছাড়া সাধারণভাবে সীমান্ত বন্ধ থাকবে।

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জার্মানিতে ক্লাব, বার, অবকাশ কেন্দ্র, চিড়িয়াখানা, খেলার মাঠ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। নির্দিষ্ট সময়ে রেস্টুরেন্ট খোলা রাখা গেলেও টেবিলগুলোর মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই যত তাড়াতাড়ি এসব নিয়ম মেনে চলবে, তত তাড়াতাড়ি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এ পর্যন্ত বিশ্বে ৭ হাজার ৫শ মানুষ প্রাণঘাতী করোনায় মারা গেছে। আহত হয়েছে ১ লাখ ৮৫ হাজার মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads