• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
ইতালিতে থামছে না লাশের মিছিল, নতুন করে প্রাণ হারাল ৭১২ জন

সংগৃহীত ছবি

ইউরোপ

ইতালিতে থামছে না লাশের মিছিল, নতুন করে প্রাণ হারাল ৭১২ জন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস ইতালিতে প্রতিদিন নির্দয়ভাবে কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জন প্রাণ হারিয়েছে করোনায়। যা বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে।

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২০৩ জন। সবমিলিয়ে করোনায় আক্রান্ত সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে ইতালিতে।

বিশ্বে গত ২৪ ঘণ্টার সর্বোচ্চসংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে ইতালিতে। আর সর্বোচ্চ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১১ হাজারের বেশি)। এরপরের অবস্থানেই ইতালি।

বৃহস্পতিবারের সবশেষ হিসাবে দেখা যায়, ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন। আর চীনে আক্রান্ত  ৮১ হাজার ৭৮২ জন। আর যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে শীর্ষে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪০০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads