• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
করোনাভাইরাস বাঘ থেকে ‌বিড়ালে পরিণত হয়েছে: দাবি ইতালির বিশেষজ্ঞের

ফাইল ছবি

ইউরোপ

করোনাভাইরাস বাঘ থেকে ‌বিড়ালে পরিণত হয়েছে: দাবি ইতালির বিশেষজ্ঞের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জুন ২০২০

নতুন করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন ‌‘দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন একজন ইতালিয়ান বিশেষজ্ঞ।

করোনাভাইরাস সংক্রমণে পৃথিবীতে এ পর্যন্ত ৪ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইউরোপ ও পূর্ব এশিয়ায় এর সংক্রমণ কমে এলেও উত্তর ও দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো প্রতিনিয়ত বাড়ছে।

তবে ইতালির সান মেরিনো হাসপাতালের সংক্রামক ব্যাধি ক্লিনিকের বিশেষজ্ঞ অধ্যাপক মাত্তিও বাসেত্তি ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, গত মাস থেকে করোনাভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমে যাচ্ছে।

তিনি বলেন, ভাইরাসটি এখন বাঘ থেকে বুনো বেড়ালে পরিণত হয়েছে।

“যে রোগীরা কিছুদিন আগে আক্রান্ত হলে মারা যেতেন - তারা এখন সেরে উঠছেন‍” , দাবি করেন অধ্যাপক বাসেত্তি।

তিনি আরো বলেন, “সংক্রমণের সংখ্যা কমে যাচ্ছে । এর মানে হলো এটি হয়তো আর ফিরবে না, টিকারও দরকার হবে না।“

তার সাক্ষাৎকারটি ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

অন্য আরেকজন ইতালিয়ান বিশেষজ্ঞ আলবার্তো জাংগ্রিলোও মে মাসে বলেছিলেন, কোভিড-১৯ তার প্রথম দিককার শক্তি হারিয়ে দুর্বল এবং কম মারাত্মক হয়ে পড়েছে।

তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এবং অন্য আরো কিছু বৈজ্ঞানিক জুন মাসের শুরুতে বলেছিলেন, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে এমন মনে করার পক্ষে কোনো তথ্যপ্রমাণ নেই।

সূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads