• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ইউরোপে করোনার আরেকটি ‘ঝড়’ আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংগৃহীত ছবি

ইউরোপ

ইউরোপে করোনার আরেকটি ‘ঝড়’ আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইউরোপকে চরমসীমার দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার ডব্লিউএইচওর ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ এই সতর্কতার কথা বলেন। খবর বিবিসির

ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন, নভেম্বরের শেষের দিকে এটি দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮ট দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এরমধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে।

ডব্লিউএইচওর ইউরোপীয় প্রধান বলেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এই অঞ্চলের আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে, যা ইতোমধ্যে চাপে থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে চরমসীমার দিকে ঠেলে দেবে।

ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ আবার সামাজিক দূরত্বের বিধি জারি করছে। জার্মানি ক্রিসমাস-পরবর্তী নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে নৈশক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্রিসমাসের আগে ইংল্যান্ডে কোনো নতুন বিধিনিষেধ জারির বিষয়টি নাকচ করে দিয়েছেন। তবে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ সামাজিক সম্মিলনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। তারপর তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮টিতেই ওমিক্রন শনাক্ত হয়েছে। এই দেশগুলোর মধ্যে রাশিয়া ও তুরস্কও আছে। ইউরোপের অনেক দেশে ওমিক্রন ধরন আধিপত্যশীল হয়ে উঠেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads