• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফ্যাশন

বিয়ের সাজোনি সাজো

  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০২১

বিয়ের অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তাই কনের সাজগোজে চাই পরিপূর্ণতা। বিশেষ দিনকে আরো প্রাণবন্ত করে তুলতে পারে বর ও কনের সাজ! বর-কনের সাজ বিষয়ে জানিয়েছেন- তন্নিস ব্রাইডাল মেকআপ অ্যান্ড মেহেন্দির মেকআপ আর্টিস্ট তাফফিয়া রহমান তন্নি

বিয়ের সাজ মানেই লাল শাড়ি! সুন্দর গহনা! জমকালো সাজ! এখনকার বিয়েতে লাল শাড়ি ও গহনা থাকলেও জমকালো সাজে নেই। বিয়েতে বর কনে গ্লাম বা ন্যাচারাল লুক খুঁজে বেড়ায়।

মেকআপ প্রসাধনী যতই ভালো হোক না কেন ত্বক ভালো না হলে তা বেমানান। তাই মেকআপের আগে প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। শীতে আমাদের ত্বক অনেক রাফ হয়ে যায়। তাই ভালো ময়েশচারাইজার ও সিরাম ব্যবহার করতে হবে। প্রচুর পানি পান করতে হবে। স্কিন কোনোভাবেই ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না।

বেস মেকআপ সব সময় হালকা হওয়া ভালো। স্কিনটোনের সাথে মিল রেখে ১/২ সেড ওপরের ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তার আগে স্কিন কারেক্টর করে নিন। চোখের মেকআপের দিকেও দিতে হবে বিশেষ নজর। সবকিছুর সাথে সামঞ্জ্যতা রেখে চোখের মেকআপটা বাছাই করতে হবে। কাট-ক্রিজ বা স্মোকি লুক করা যেতে পারে। লেন্স দীর্ঘ সময় চোখে থাকে তাই লেন্স ব্যবহারে সময় খেয়াল রাখুন একটি নামি-দামি ব্রান্ডের লেন্স ব্যবহার করার দিকে। আইভ্রু ও আপারলিপ ক্লিন না হলে মেকআপ কালচে হয়ে ওঠে। তাই বিয়ের আগে ফেসিয়ালের সাথে আইভ্রু ও আপার লিপ প্লাগ করে নিন।

পোশাকের সাথে মানানসই সাজ বিয়ের বিশেষ দিনে বাছাই করতে পারেন। বিয়ের আগে চুলের প্রতিও বিশেষ যত্নশীল হতে হবে। চেহারা ও সাজের সাথে মিল রেখে চুলের খোঁপা করা যেতে পারে। তবে টায়রা টিকলির সাথে অবশ্যই খোঁপা করে ফুল লাগালে গর্জিয়াস লুক ফিরিয়ে আনবে। এছাড়া টিকলি ঝাপটা পরলে চুল খোলা রেখে কার্ল করতে পারেন।

গায়ে হলুদে হালকা মেকআপ করার চেষ্টা করুন। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ রঙের শাড়িকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাই মেকআপে গোল্ডেন, ব্রাউন, ব্রোঞ্জ শেড ব্যবহার করুন। চোখের সাজে নিজের চোখটাকে হাইলাইট করে তুলুন। গোল্ডেন, ব্রোঞ্জ, ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন। সঙ্গে গাঢ় করে আইলাইনার। মাশকারা ও আইলাশের ব্যবহার চোখ দুটোকে করে দেয় অনেক বেশি প্রমিনেন্ট। গালে ব্রাউন ব্লাশঅন, শেড আর ঠোঁটে ন্যাচারাল লিপস্টিক। গ্লস না লাগানোই ভালো। এমন লিপস্টিক বাছাই করুন যা বেশিক্ষণ পর্যন্ত থাকে। চেহারায় বাড়তি একটি সোনালি আভা আনার জন্য ব্যবহার করুন গোল্ডেন ব্রাউন শিমার। চুলে করতে পারেন খোঁপা, খোঁপায় পরতে পারেন ফুল। এ ছাড়া খোঁপার পরিবর্তে লম্বা বিনুনি করে ফুলের মালা জড়িয়ে দিতে পারেন বেণীতে। বা অন্য কোনোভাবে বেণীকে ডেকোরেট করতে পারেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads