• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

হলিউড

উপস্থাপক ছাড়া অস্কার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২০

মাত্র এক মাস বাকি অস্কারের। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের অনুষ্ঠানটিতে এবারো কোনো উপস্থাপক থাকবেন না।

প্রতিবছর এই অস্কার আসর উপস্থাপনা কে করবেন- এ নিয়ে অনেক কৌতূহল থাকে। প্রায় মাস ছয় আগে থেকে ঘোষণা দেওয়া হয় সেই উপস্থাপকের নাম। অনেকের নাম নিয়ে গুঞ্জন হলেও শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে গত বারের মতো এবারের অস্কারেও কোনো উপস্থাপক থাকছে না।

বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন বিজয়ীদের হাতে। অর্থাৎ পুরনো রীতিতেই দেওয়া হবে পুরস্কার, থাকবে না শুধু উপস্থাপক। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এ পুরস্কার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads