• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
করোনায় আক্রান্ত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী

সংগৃহীত ছবি

হলিউড

করোনায় আক্রান্ত অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ ২০২০

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এলভিস প্রিসলির জীবনী সম্পর্কিত একটি সিনেমাতে শ্যুটিং এ রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থানরত এই দম্পতির শরীরে করোনার অস্তিত্ব পাওয়ার পর তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন ৬৩ বছর বয়সী হ্যাংকস।

এক বিবৃতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী টম হ্যাঙ্কস বলেন, বন্ধুরা, রিতা ও আমি অস্ট্রেলিয়ায় রয়েছি। আমাদের ক্লান্ত অনুভব হচ্ছিল, ঠান্ডা লেগেছিল। কিছুটা জ্বরও। বৈশ্বিক পরিস্থিতি যেমন চলছে, স্বাস্থ্য পরীক্ষায় আমাদের করোনাভাইরাস ধরা পড়েছে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, শারীরিক দুর্বলতা অনুভব করছিলাম। ঠান্ডা, শরীরে ব্যথা ও জ্বর নিযে পরীক্ষা করানোর পর আমাদের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।

পোস্টে সবাইকে পরবর্তী আপডেট তথ্য জানাবেন বলেও ইনস্টাগ্রামে ঘোষণা দেন হ্যাংকস।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১২০ জন করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ইতোমধ্যে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads