• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নারীর জন্য বিপদজনক দেশ এখন ভারত

নারীদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশের তালিকায় শীর্ষে ভারত

প্রতীকী ছবি

ভারত

নারীর জন্য বিপদজনক দেশ এখন ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জুন ২০১৮

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও কট্টরপন্থি সৌদি আরবকে ছাড়িয়ে এবার নারীদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশের তালিকায় শীর্ষে চলে গেছে ভারত। দেশটিতে নারীরা যৌন হয়রানি ও দাসত্ব ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে বলে সাম্প্রতিক এক জরিপে বেরিয়ে এসেছে। সিএনএনের খবরে বলা হয়, দ্য থমসন রয়টার্স ফাউন্ডেশনের গবেষকদের করা এই জরিপে প্রথম দশটি দেশের তালিকায় শ্রেষ্ঠত্বের দাবিদার যুক্তরাষ্ট্রও রয়েছে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান ও তৃতীয় স্থানে সিরিয়া। এরপর যথাক্রমে রয়েছে সৌদি আরব, পাকিস্তান, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া ও দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গবেষণা প্রতিষ্ঠানটির ৫৫০ গবেষক নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণার পর গতকাল মঙ্গলবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

এতে গবেষকরা বলেন, ভারত এমন একটি দেশ; যেখানে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই নারীদের ওপর নির্যাতন চালানো হয়। দেশটিতে নারীরা ঘরে-বাইরে ভয়াবহ মাত্রায় যৌন হয়রানির ও শারীরিক নির্যাতনের শিকার হয়। অ্যাসিড সন্ত্রাস, পাচার, জোরপূর্বক শ্রম (গৃহস্থালি শ্রমও), বাল্যবিয়ের হারও আশঙ্কাজনক ভারতে। সাত বছর আগে এই গবেষণা প্রতিষ্ঠানেরই আরেক জরিপে নারী নির্যাতনে চতুর্থ স্থানে ছিল ভারত। অর্থাৎ দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির শাসনামলের গত চার বছরে দেশটিতে নারীদের ওপর সহিংসতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

বিষয়টির প্রতি ইঙ্গিত করেই গতকাল বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এক টুইটে লিখেছেন, যখন আমাদের প্রধানমন্ত্রী বাগানে তার যোগ ব্যায়ামের ভিডিও করেন; তখন আফগানিস্তান, সিরিয়া ও সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও ভারত নারী নির্যাতনে এগিয়ে থাকে। ওহ আমাদের দেশের জন্য কী লজ্জাজনক এটি!

কর্ণাটকের সরকারি কর্মকর্তা মঞ্জুনাথ গঙ্গাধারা থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, ভারতজুড়ে নারীর ওপর ধর্ষণ, বিবাহপরবর্তী ধর্ষণ, যৌন নির্যাতন ও হয়রানির মতো সহিংসতা ভয়াবহ মাত্রায় বেড়েছে। বিশ্বে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি, উন্নত প্রযুক্তি ও মহাবিশ্ব দাপিয়ে বেড়ানো এই দেশ নিজেদের মেয়েদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না। ভারতের জাতীয় অপরাধ তালিকার হিসাব অনুযায়ী, পুলিশের কাছে প্রতিদিন গড়ে একশ’টি যৌন হয়রানির রিপোর্ট করা হয়। ২০১৬ সালের বার্ষিক হিসাব অনুযায়ী দেশটিতে অন্তত ৩৯ হাজার যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা তার আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads