• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
শিশুদের ব্যাগের ওজন ও পড়ার চাপ কমাল ভারত

শিশুদের ব্যাগের ওজন ও পড়ার চাপ কমাল ভারত

সংগৃহীত ছবি

ভারত

শিশুদের ব্যাগের ওজন ও পড়ার চাপ কমাল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। রব উঠেছে শিশুদের ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে ভালো ফল পাওয়া যায় না। তার কিছু প্রমাণও পাওয়া গেছে নানা সময়ে। সেই কারণে গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে অনেক দেশেই শিশুদের শিক্ষাজীবন শুরু হচ্ছে কিছুটা ভিন্নভাবে। বড়দের মতো পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে না শিশুদের। দেওয়া হচ্ছে পুঁথিগত বিদ্যার চাইতে হাতে-কলমে শিক্ষার গুরুত্ব। কাঠামোগত শিক্ষার বাইরে গিয়ে খেলা বা বেড়ানোর ছলে পাঠদানের উদ্যোগ নিচ্ছে অনেক প্রতিষ্ঠানই। কিন্তু রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা যদি শিশুদের ওপর বোঝা হয়ে চাপে তা নামানো দু-একটি প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সম্ভব হয় না। দরকার হয় সমন্বিত প্রচেষ্টা, রাষ্ট্রীয় উদ্যোগের। প্রতিবেশী দেশ ভারতে সম্প্রতি নেওয়া হয়েছে তেমনই একটি রাষ্ট্রীয় উদ্যোগ। দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অভিনব একটি নির্দেশনা জারি করেছে। কোন ক্লাসে কোন বিষয় কীভাবে পড়ানো হবে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের ব্যাগের ওজন কত হবে তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হোম ওয়ার্ক (বাড়ির কাজ) না দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। গত সোমবার এ নির্দেশনা পাঠানো হয়েছে দেশটির রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোর ‘অপ্রয়োজনীয়’ পাঠ্যক্রমের কারণে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়ার চাপ বাড়ছিল তেমনি বাড়তি বই বহন করার বাধ্যবাধকতায় বাড়ছিল পিঠের ব্যাগের ভার। শিক্ষার্থীদের এই পরিস্থিতি বিবেচনায় এর আগেও বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। কিন্তু ওই নির্দেশনায় কাজ না হওয়ায় আবার নির্দেশনা জারি করল কেন্দ্র সরকার। নির্দেশনায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে পড়ালেখা করবে সেটাই যথেষ্ট। তাদেরকে বাড়ির জন্য আলাদা করে কোনো ‘হোম ওয়ার্ক’ দেওয়া যাবে না।

নির্দেশনায় শ্রেণি হিসেব করে ব্যাগের সর্বোচ্চ ওজনও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুলব্যাগ দেড় কেজির বেশি হবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে দুই থেকে তিন কেজি। তাছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চার কেজি, অষ্টম ও নবম শ্রেণির জন্য সাড়ে চার কেজি এবং দশম শ্রেণির ক্ষেত্রে পাঁচ কেজি ওজনের বেশি ভারী ব্যাগ বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়ম মেনে চলতে হবে। তাছাড়া পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বই কিংবা অন্যকিছু আনতে বলা যাবে না শিশুদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads