• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
করোনা মোকাবিলায় সব দলকে ডাকলেন মমতা

ছবি : সংগৃহীত

ভারত

করোনা মোকাবিলায় সব দলকে ডাকলেন মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

করোনা ভাইরাস নিয়ে যাতে কোনো রাজনীতি না হয় সেই আহ্বান আগেই জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার করোনা প্রতিরোধে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

সব রাজনৈতিক দলকে এই বৈঠকে ডাকা বেশ গুরুত্বপূর্ণ কারণ এর আগে বিভিন্ন সময়ে বিরোধীরা সর্বদল বৈঠকের কথা বললেও মমতা সেই দাবিতে গুরুত্ব দেননি।

ইতিমধ্যেই সব বিরোধী রাজনৈতিক দল করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজেপি নেতারা মাঝে মাঝে রাজ্য সরকারের সমালোচনা করেছেন।

এক তৃণমূল নেতা বলেন, দিদি চান না করোনার আবহে যেন কোনো বিতর্ক হয়। তাই সবাইকে ডেকেছেন।

এদিকে করোনার কারণে আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বাতিল বলে জানানো হয়েছে।

এর মধ্যে শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকায় রাজ্যবাসীর উদ্দেশে জানিয়েছে, খুব জরুরি দরকার ছাড়া কেউ যেন কলকাতায় এবং জেলায় সরকারি হাসপাতালগুলিতে আউটডোরে না আসেন আগামী দু’এক সপ্তাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads