• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ভারত

কেরালায় ভারি বৃষ্টিপাতে ৯ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

ভারতের কেরালা রাজ্যের কিছু অংশে ভারি বৃষ্টিপাতে ভূমিধসসহ কয়েকটি ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

কেরালার কয়েকটি জেলা ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে হাজার খানেক বাড়িঘর ও ফসলি জমি।

কেরালার এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, কোট্টায়াম, পাথানএনথিডা জেলায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এসব জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে। শবরিমালা মন্দিরে আপাতত ভক্তদের না যেতে বলা হয়েছে।

শরণার্থী ক্যাম্পে করোনা স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত স্যানিটাইজার, মাস্ক রাখার কথা বলেছেন সেখানকার মূখ্যমন্ত্রী পিনারাই ভিজারান। যারা কোনো রোগে ভুগছে এবং যারা ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জন্য বাড়তি সতর্কতা নিতেও বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads