• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ফসল চাষে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২৩

এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ফসল চাষাবাদের উপর এক দিনের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ জানুয়ারী) সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কক্ষে এই কৃষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, অতিরিক্ত উপপরিচলাক মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
বক্তারা বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির সঠিক ব্যবহার করে চাষীরা লাভবান হতে পারে। কখন কোন সময় কোন ফসলের কিভাবে আধুনিক চাষাবাদ করতে হবে তার সঠিক জ্ঞান অর্জন করা জরুরী। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৩০ জন চাষী অংশ নেন।
পরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads