• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
অপোর রমজান ক্যাম্পেইনে আরিফিন শুভ

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

অপোর রমজান ক্যাম্পেইনে আরিফিন শুভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২০

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো।

সম্প্রতি বাজারে আনা অপো এফ১৫ স্মার্টফোনের এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। 

মুসলিম বিশ্বে সংযম, সহানুভূতি এবং ক্ষমার মাস হিসেবে পরিচিত পবিত্র রমজান মাস। আর তাই রমজান উপলক্ষ্যে অপো শুরু করেছে ‘শেয়ার লাভ উইথ অপো’ শীর্ষক ক্যাম্পেইন।

বাংলাদেশে প্রতি বছরই রমজান মাসে বিশেষ কিছু উদ্যোগ চোখে পড়ত যার একটি হলো সেহরির সময় প্রতিবেশীদের সবাইকে ঘুম থেকে ডেকে তোলা। ফলে কোনো অ্যালার্ম ছাড়াই সেহরির সময় জেগে উঠা যায় সহজেই। আর এ কাজটি করে থাকেন পাড়া-মহল্লার তরুণরা।

তবে স্মার্ট ডিভাইসের এ যুগে ঐতিহ্যবাহী এ উদ্যোগটি হারিয়ে যেতে বসেছে। বিষয়টিকে মাথায় রেখে অপো এই উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে তরুণরা এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসতে পারবে।

অপোর এ ক্যাম্পেইনের দেখা যাবে একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাউডস্পিকার নিয়ে সেহরিতে সবাইকে ঘুম থেকে ডেকে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগ দেখে এগিয়ে গিয়েছেন আরিফিন শুভ। প্রতিবেশীদের ঘুম থেকে জাগিয়ে তুলতে ডাকছেন তিনিও। আর সে সময় হাতে থাকা অপো এফ১৫ ব্যবহার করে মুহূর্তটিকে বন্দী করে রাখছেন।

অপো এফ১৫ স্মার্টফোনে আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ যাতে ব্যবহার করা হয়েছে ফোর-ইন-ওয়ান পিক্সেল টেকনোলজি যা অল্প আলোতেও দারুণ ছবি উপহার দিতে সক্ষম।

মূলত রমজান মাসকে কেন্দ্র করে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই অপোর এই ক্যাম্পেইনের মূল লক্ষ।

ক্যাম্পেইনটি সম্পর্কে আরও জানা যাবে অপোর ফেসবুক পেজ (https://bit.ly/3aEPUwS) থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads